1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
  5. support@wordprees.org : support :
       
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
শ্যামনগরের ভূরুলিয়ায় অন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে ছাত্রশিবিরের কর্মশালা অনুষ্ঠিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন নূরনগর জামায়াতে ইসলামীর মাসিক বৈঠক অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামী, আটুলিয়া যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি শ্যামনগরে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান – হাসপাতালের প্রশংসা

নূরনগরে যুব জামাতের আয়োজনে ইসলামী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আবু হাসান, নূরনগর

নূরনগর নবীন সংঘ মাঠে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় নূরনগর যুব জামাতের উদ্যোগে ইসলামী প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নূরনগর ইউনিয়ন শাখার আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. রুহুল আমিন। যুব বিভাগ সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করতে যুব সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তারা একটি শান্তিপূর্ণ আদর্শ সমাজ প্রতিষ্ঠায় সক্ষম হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নায়েবে আমির সহকারী অধ্যাপক এস এম ফজলুল হক, যুব জামাতের শ্যামনগর উপজেলা সভাপতি সাঈদী হাসান বুলবুল, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা, নূরনগর ইউনিয়ন শাখার সেক্রেটারি লিয়াকত হোসেন বাবু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী নজরুল ইসলাম, সেক্রেটারি নুর আলম, এবং বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী।

ইসলামী প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, আজান, ইসলামী সংগীত ও হামদ-নাত বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম, আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মাওলানা আব্দুল আলিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাফেজ আব্দুল্লাহ আল মামুন। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সন্ধ্যায় শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ক্বারী আনসার রহমান, শিল্পী আরাফাত ইসলাম আল-আমিন, জনপ্রিয় কৌতুক শিল্পী ইয়াসিন আরাফাত, ইমরান হোসেন, এবং বিশেষ আকর্ষণ হরবালা আজিজুর রহমান। বিহঙ্গ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় পুরো নবীন সংঘ মাঠ চত্বর জনসাধারণে মুখরিত হয়ে ওঠে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।