রাশিদুল ইসলাম, নূরনগর (শ্যামনগর):
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন জামায়াতের আমীরের শপথ গ্রহণ, শূরা নির্বাচন এবং কর্ম পরিষদ গঠন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টায় নূরনগর ইউনিয়ন জামায়াতের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৫-২০২৬ সেশনের জন্য নূরনগর ইউনিয়ন আমীর হিসেবে শপথ বাক্য পাঠ করেন ডা. রুহুল আমিন। নায়েবে আমীর হিসেবে শপথ নেন মজিবুর রহমান, সেক্রেটারি হিসেবে লিয়াকত হোসেন বাবু এবং সহকারী সেক্রেটারি হিসেবে গাজী আশরাফুল আলম। বাইতুল মাল সম্পাদক পদে দায়িত্ব নেন আবুল হোসেন।
শূরা ও কর্ম পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন মো. আবু বক্কার, ডা. আব্দুল্লাহ ইবনে ওয়াজেদ, মো. ফারুক হোসেন, হাসানুল বান্না, গাজী নজরুল ইসলাম এবং নুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গাজী নজরুল ইসলাম, সাবেক জাতীয় সংসদ সদস্য (সাতক্ষীরা-০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ এবং মহাসিন আলম।
অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ছিলেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন কমিটির প্রতি দিকনির্দেশনা দেন এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার আহ্বান জানান।