আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী নূরানী তা’লীমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামীম হাফেজ মাওলানা শাহিদুজ্জামান এবং সঞ্চালনা করেন মাওলানা আলমগীর হায়দার।
প্রধান অতিথি জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার আমির মাস্টার গাজী নজরুল ইসলাম বলেন, “ইসলামী শিক্ষার গুরুত্ব অপরিসীম। দুর্নীতি ও অবক্ষয় মুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির পথে এগোতে পারে না। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার মধ্য দিয়েই দেশ উন্নতির দিকে ধাবিত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবির হাসান কাওছার, মাওলানা আব্দুল মান্নান, আবুল কাশেম, আকবর আলী, মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, গাজী সোহারাব হোসেন, আব্দুল গফফার তরফদার, আবুল কাশেম (প্রধান শিক্ষক, টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়), আফতাবুজ্জামান বুলি (কুয়েত প্রবাসী) এবং বাবু সুকুমার গায়েন।
মাদ্রাসাটির এবার পাশের হার শতভাগ। নিরিবিলি ও মনোরম পরিবেশে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। সভাপতি আব্দুল গফফার তরফদারের নিবিড় তদারকি এবং শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা প্রতি বছর সাফল্যের স্বাক্ষর রাখছে।
প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওলানা শাহিদুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সমর্থনেই এই ফলাফল সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা সবার সহযোগিতায় মাদ্রাসার মান ধরে রাখার চেষ্টা করব।”
এলাকাবাসী এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।