1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
  4. nasirhossain01996277@gmail.com : Nasir Hossain : Nasir Hossain
       
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বাছাইকৃত কর্মীদের নিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নূরনগর ইউনিয়ান শাখার শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক (২০২৫-২৬) নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় গাইড বই বাণিজ্যের অভিযোগ, জড়িত শিক্ষকদের শাস্তি দাবি ! প্রয়াতা মিরা বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন গাউসুলআজম মাইজভাণ্ডারীর ১২৩তম চান্দ্রবার্ষিক ওরশ শরীফ ২৬ মে কুড়িগ্রামে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল কুড়িগ্রামে মোটরসাইকেলের‌ ধাক্কায় বৃদ্ধার মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে রোহিঙ্গা পাচারকারী গুলিবিদ্ধ, পিস্তল-ইয়াবা উদ্ধার ট্রা‌ক-মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে প্রাণ গেল ৪ জনের ।

কুড়িগ্রামে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

রফিকুল ইসলাম রফিক

কুড়িগ্রামে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ।
সোমবার দুপুর ২টায় উলিপুর শহরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে ‘ত্যাগীদের ডাক দে, হাইব্রিডদের কবর দে’ স্লোগানে মুখরিত করেন শহর।

বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী, আন্দোলনকারী ও কারানির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঘরানার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি টাকার বিনিময়ে কমিটি গঠনেরও অভিযোগ ওঠে।

সমাবেশে বক্তব্য রাখেন সদ্য পদত্যাগকারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল। তাঁরা বলেন, “এই কমিটি গঠনের মাধ্যমে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা আওয়ামী লীগের দোসর ছিল, তাদের পুনর্বাসনের জায়গা করা হয়েছে বিএনপির প্ল্যাটফর্মকে।”

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর কমিটির পদত্যাগী নেতা আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান মঞ্জু, আমিনুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

বিক্ষোভকারীরা দাবি করেন, ১৪ মে ঘোষিত এই কমিটিতে স্থানীয়ভাবে কোনো মতামত গ্রহণ করা হয়নি। উলিপুর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের অবমূল্যায়ন করে বাইরে থেকে নাম দেওয়া হয়েছে।

এর আগে ১৬ মে এক সংবাদ সম্মেলনে চার নেতা—আমিনুল ইসলাম ফুলু, নুরে চ্ছাবা স্টার, মতলেবুর রহমান মঞ্জু ও আমিনুল ইসলাম— পদত্যাগ করেন এবং কমিটি বাতিলের দাবি জানান।

তবে কুড়িগ্রাম জেলা বিএনপি নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “যারা কমিটিতে স্থান পাননি তারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “ফ্যাসিস্ট বা জাতীয় পার্টি ঘরানার নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার যে অভিযোগ উঠেছে, সেটিও মিথ্যা। যাকে জাতীয় পার্টির লোক বলা হচ্ছে, তিনি আসলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।”
প্রসঙ্গত, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি এবং ২৫ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।