1. admin@dakkhinerbarta.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
  2. ashiqsmi2@gmail.com : Hossain Bin Aftab : Hossain Bin Aftab
  3. kaiumrajinfo@gmail.com : Abm Kaium Raj : Abm Kaium Raj
       
রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
নূরনগরে জামায়াতের সহায়তায় মসজিদে বরাদ্দ বংশীপুর দারুল কারীম মাদ্রাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও ইসলামিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নূরনগরে জামায়াতের সহযোগিতায় রাজাপুর রাস্তার কাজের উদ্বোধন শ্যামনগরে জামায়াতে ইসলামী’র দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  বাঁধনহারা সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি ও সাহিত্য পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান  উত্তর হাজীপুর জামায়াতের দাওয়াতি গনসংযোগ পক্ষ পালিত শ্যামনগরে কালিঞ্চী খাল পুনঃখনন কর্মসূচীর উদ্বোধন সুন্দরবন ভ্রমণ : আমাদের বৈঠা নৌকার অভিযান – মনিরুজ্জামান মনির মায়ের ভালোবাসা || এবিএম কাইয়ুম রাজ

শ্যামনগর রমজান নগর ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ডের অমুসলিমদের শাখার কমিটি গঠন।

  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

আবু হাসান, নূরনগর (শ্যামনগর) সংবাদদাতা:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) জামায়াতে ইসলামীর অমুসলিমদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় সকলের উপস্থিতিতে ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিসে। ৬ নং রমজাননগর ইউনিয়নের সহকারী সেক্রেটারী হাফেজ মাওঃ শাহীদুজ্জামান এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুর রহমান পরিচালনায়

প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান এসময় তিনি বলেন নাগরিক অধিকারের ক্ষেত্রে জাতি-ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।দেশের অমুসলিম নাগরিকদের জানমাল, ইজ্জতের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং নাগরিক ও আইনানুগ অধিকার সংরক্ষণ করা হবে।

সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন এবং অমুসলিম ও উপজাতীয়দের স্বতন্ত্র জাতিসত্তার মর্যাদা রক্ষাসহ শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন ধর্ম যার উৎসব তার। আমরা হিন্দু মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই এবং আমরা সকলেই মিলে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই।

 

হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী। ৯ নং ওয়ার্ডে (কালিঞ্চী) শাখার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের ভাই দের নিয়ে কমিটি গঠন করা হয়।

 

সভাপতি:বাবু প্রশান্ত বৈদ্য,সহ-সভাপতি:বাবু কার্তিক পরামান্য,সেক্রেটারী:বিভূতি মৃধা,সহ-সেক্রেটারী:দুলাল চন্দ্র মন্ডল,অফিস সম্পাদক:সমরঞ্জন গায়েন,প্রচার সম্পাদক:সুকুমার মণ্ডল,প্রকাশনা সম্পাদক: রনজিৎ বৈদ্য,শ্রমিক:শিবপদ গায়েন,পেশাজীবী:সুজন ভাগ্য মুন্ডা,ক্রীড়া সম্পাদক:দেবপ্রসাদ মণ্ডল,মিডিয়া সম্পাদক:সঞ্জয় কুমার পরামান্য,যুব বিভাগ:দেবপ্রসাদ কুমার বৈদ্য বাপ্পি,মনোরঞ্জন সদস্য,লঘুনাথ মৃধা সদস্য,

রবীন্দ্র মন্ডল সদস্য

১৫ সদস্য বিশিষ্ট ওয়ার্ড জামায়াতের অমুসলিমদের কমিটি গঠন করা হয়। এবং ৯ নং ওয়ার্ডের অমুসলিম কমিটির সার্বিক পরিচালনায় বাবু সুকুমার গায়েন।

 

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং নূরনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী মিডিয়া শাখার প্রতিনিধি আবু হাসান, ৯ নং ওয়ার্ডের সভাপতি আনারুল ইসলাম,সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ মহাজন,সেক্রেটারি মোঃ জাবের ঢালী,বাইতুল মাল সম্পাদ মোঃ ফজলুল হক মহাজন এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর দেখুন
স্বত্ব © দক্ষিণেরবার্তা ২০২৪
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।