মোজাফফর হোসাইন, শ্যামনগর:
২৮ জানুয়ারি মঙ্গলবার নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত পিঠা উৎসবকে কেন্দ্র করে ছাত্র শিবির আটুলিয়া মাদ্রাসা শাখার উদ্যোগে একটি প্রকাশনা স্টল স্থাপন করা হয়।
স্টলটির পরিচালনায় ছিলেন আটুলিয়া মাদ্রাসা শাখার ছাত্র শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ছাত্র শিবিরের সাংস্কৃতিক সম্পাদক সবুজ হোসাইন, সেক্রেটারি সাজ্জাদুল সানি এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
ছাত্র শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো দাওয়াতি কাজ। মেধাবী ছাত্রদের সংগঠনে আবদ্ধ করে তাদের মধ্যে কুরআন ও হাদিসের আলো জাগ্রত করা আমাদের লক্ষ্য।”
সাংস্কৃতিক সম্পাদক সবুজ হোসাইন বলেন, “দীর্ঘ ১৬ বছর পর এমন উৎসবমুখর পরিবেশে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন ইসলামিক বই স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে।” স্টলে ইসলামিক আন্দোলন, মুক্তির পয়গাম, জুলাই অবুথানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকাশনা প্রদর্শিত ও বিক্রয় করা হয়।
সেক্রেটারি সাজ্জাদুল সানি জানান, “প্রকাশনার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের ফ্রি সমর্থক ফরম সরবরাহ করা হচ্ছে। মেধাবী ও সৎ ছাত্রদের সংগঠনের সঙ্গে আবদ্ধ করার লক্ষ্যে আমরা এই উদ্যোগ নিয়েছি।”
ছাত্র শিবিরের এই উদ্যোগ উৎসবে নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিতদের মাঝে প্রশংসিত হয়।