শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুলের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাঈদী হাসান বুলবুলকে পুনরায় যুব বিভাগের সভাপতি নির্বাচিত করা হয় এবং মুহিত মুন্নাকে সেক্রেটারি পদে মনোনীত করা হয়।
এছাড়া, সহ-সভাপতি পদে ডাঃ শেখ ইমাম হাসান, সহকারী সেক্রেটারি পদে মোঃ আশিকুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক পদে মোমিনুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোঃ রমিজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক পদে আবু মুসা এবং ক্রিড়া সম্পাদক পদে সাইফুল ইসলামকে মনোনীত করা হয়েছে।
সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করতে নতুন কমিটির প্রতি সহযোগিতা ও একাগ্রতার আহ্বান জানান।